দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ আগষ্ট ।। সামাজিক অপকান্ডে সমাজবদ্ধ মানুষের সংঘবদ্ধ অবস্থানেই রাহুমুক্তি নারীর উপর যাবতীয় অত্যাচারের প্রমান হয়েছে সম্প্রতি বটতলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মীনাক্ষি দেবনাথের নিগৃহীতা হওয়ার ঘটনায়। রাজধানীর রাজপথে ছাত্রী নিগ্রহের ঘটনায় সর্বস্তরের মানুষের প্রতিবাদ অবশ্যই আশাব্যঞ্জক ঘটনা। সামাজিক প্রতিধ্বনি ছিল গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শান্তি দেয়া হোক অভিযুক্ত অটোচালক লিটন শীলকে, অবশেষে পুলিশি জালে আটক পড়েছে লিটন – সব মহলেই স্বস্তি তবে জনগণের একটাই দাবী – আইন চলুক আইনের পথে।