দেবজিত চক্রবর্তী, আগরতলা,১৩ সেপ্টেম্বর ।। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন AISGEF-র নেতৃবৃন্দ। কেন্দ্রের ক্ষমতায় বসে যে সব সিদ্ধান্ত নেয়া হচ্ছে তাতে দেশের লক্ষ লক্ষ শিক্ষক, কর্মচারী, খেটে খাওয়া মানুষের জীবন মহা সঙ্কটে নিমজ্জিত হচ্ছে। উদারনীতির ফলে কর্মচারীদের ভবিষ্যৎও প্রশ্ন চিহ্নের মুখে। কেন্দ্রীয় সরকার শ্রম আইনের সংস্কারের নামে শ্রমজীবি মানুষের অধিকার সঙ্কুচিত করার প্রয়াস নিয়েছে বলে বক্তারা অভিযোগ করেছেন। AISGEF-র শকুন্তলার প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন, লড়াই তীব্র করবে আহ্বান রেখেছেন নেতৃবৃন্দ।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।