তারায় তারায় ডেস্ক ।। তিনি কারো স্টান্টে কাজ করেন না। নিজের স্টান্ট নিজেইকরেন৷ আর তা করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউড সুপার হিরো অক্ষয়কুমার৷ ‘সিং ইজ ব্লিং’ ছবির শুটিং চলাকালীন শুটিং ইউনিটের আগুনের হাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অক্ষয়কুমার৷ এই দুর্ঘটনার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন অক্ষয়৷
একটি গানের দৃশ্যের শুটিং চলছিল৷ সেই দৃশ্যে অগ্নিগোলকের ভিতর দিয়ে লাফ দেওয়ার দৃশ্য ছিল৷ তার রিহার্সাল করতে গিয়েই পোশাকে আগুন লেগে যায় অক্ষয়ের৷ বেশ কিছুক্ষণ কসরত করে তিনি নিজেই অবশ্য আগুনের কবল থেকে নিজেকে মুক্ত করেন৷ ততোক্ষণে ছুটে এসেছেন প্রোডাকশনের অন্যান্যরাও৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান নায়ক৷ নিজের স্টান্ট নিজে করার ক্ষেত্রে সুনাম আছে অক্ষয়কুমারের এ ছবির ক্ষেত্রেও আগুনের গোলকের ঝাঁপের দৃশ্য তিনি নিজেই করছিলেন৷ সঙ্গে ছিলেন তার সহকারী৷ প্রথমে বেশ কয়েকবার সাফল্যের সঙ্গে এ কাজ করেন তিনি৷ হঠাৎ একবার তার পা আটকে যায় আগুলোর গোলকে৷ ফলত পোশাকে আগুন লেগে যায় তার৷
এই সময় সঙ্গি কিশোর ততোক্ষণে আগুনোর গোলক লাফিয়ে পেরিয়ে গিয়েছেন৷ পিছু ফিরে দেখেন অক্ষয় আগুন থেকে বেরোবার চেষ্টা করছেন৷ সঙ্গে সঙ্গে দৌড়ে যান তিনি৷ ততোক্ষণে অক্ষয়ও নিজেকে অনেকটা সামলে নিয়েছেন৷ তবে সময়মতো সবকিছু না হলে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত৷ এই দুর্ঘটনার কথা বললেই বলিউড পাড়ার মনে পড়ে যায়, ‘কুলি’ ছবির সেটে অমিতাভ বচ্চনের মারাত্মক দুর্ঘটনার কথা৷ প্রায় মরণাপন্ন হয়ে পড়েছিলেন বিগ বি৷ সেই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসার দিনটিকে নিজের দ্বিতীয় জন্মদিন বলে মনে করেন তিনি৷ আগুন লেগেছিল ‘মাদার ইন্ডিয়া’র সেটেও৷ অক্ষয়ের ক্ষেত্রে সেরকম বড়কিছু না হলেও ৪৭ বছরের অভিনেতার এই দুর্ঘটনার খবরে খানিকটা আশঙ্কিত বলিউড পাড়া৷