জাতীয় ডেস্ক ।। ওড়িশার মালকানগিরিতে মাওবাদী হামলা। তিন বিএসএফ জওয়ানের মৃত্যু, গুরুতর জখম ৬। ছত্তীসগঢ় লাগোয়া মালকানগিরিতে আজ সকাল ৬টা নাগাদ আধাসেনা বাহিনী বিএসএফের টহলদার জওয়ানদের ওপর হামলা চালায়। তারা ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটায়। জানবাইক ক্যাম্পের কাছে বিএসএফের ১০৪ ব্যাটেলিয়নের টহলদারির সময় লম্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, মাওবাদীদের হামলায় মৃত্যু হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবলের। গুরুতর জখম হন আরও ৬ জওয়ান।
সরকারি সূত্রের খবর, মাওবাদীদের হামলায় এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। বিএসএফ কমান্ডাররা ঘটনাস্থলে পৌঁছেছেন।