শুভ্র দে, চূড়াইবাড়ী, ২৭ আগষ্ট ।। লরির চাকায় পিষ্ট হয়ে প্রান হারাল এক স্কুল শিক্ষকের। ঘটনা আসাম – আগরতলা জাতীয় সড়কের বাগবাসা এলাকায়। বৃহস্পতিবার, দুপুর ৩টে নাগাদ বেথহেলেন স্কুলের শিক্ষক ভানলাল হাঁকা (৫২) নিজের স্কুটি করে ধরমনগর যান অফিসিয়াল কাজে। কাজ শেষে স্কুলে ফেরার পথে বাগবাসা পলিটেকনিক কলেজের সামনে আসতেই দ্রুতগামি NL02K 3695 নম্বরের ১২ চাকা বিশিষ্ট লরি স্কুল শিক্ষককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রান হারায় স্কুল শিক্ষক ভানলাল হাঁকা। জানা যায়, লরির চালক লরিটি নিয়ে পালিয়ে এসে চূড়াইবাড়ী সেইল টেস্ক অফিসের সামনে রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি আটক করেছে।