গ্রেফতারি এড়াতে বিস্ফোরণ ঘটাল তালিবান মানববোমা

bmআন্তর্জাতিক ডেস্ক ।। নাশকতার নির্মম পরিণতি! মুলতানে সন্ত্রাস দমন বিরোধী পুলিশি অভিযান চলাকালে গ্রেফতারি এড়াতে বিস্ফোরণ ঘটাল সন্দেহভাজন তালিবান মানববোমা। বিস্ফোরণে প্রাণ হারায় হবিবুর রহমান নামে ওই সন্ত্রাসবাদী। এহেন বেপরোয়া চরম পদক্ষেপের বলি হয়েছে তার স্ত্রী, দুই শিশুসন্তানও। নিহত হয়েছে তারাও। এ মাসের গোড়ায় বিস্ফোরণে পঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা মুলতানে নিজের খামারবাড়িতে জঙ্গি হামলায় নিহত হন। সে ব্যাপারে চলতে থাকা তদন্তের অঙ্গ হিসাবেই ওই সন্দেহভাজন তালিবান সন্ত্রাসবাদীর মুলতানের পীর মহল এলাকার বাড়িতে অভিযান হয়।
পুলিশকর্তা খালিদ রশিদ জানিয়েছেন, পুলিশ দেখেই বাড়ির ভিতর থেকে কেউ হাত গ্রেনেড ছুঁড়তে থাকে। শুরু হয় গুলির লড়াই। প্রথমে স্ত্রীকে মানব-ঢাল হিসাবে সামনে এগিয়ে দেয় হবিবুর। কিন্তু তাকে ঘিরে ফেলে পুলিশ। তখনই বিস্ফোরণ ঘটায় সে।
ওই বাড়ি থেকে মানববোমার ব্যবহারের জন্য প্রয়োজনীয় চারটি জামা, অ্যাসল্ট রাইফেল, হাত গ্রেনেড ও প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রশিদ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*