খেলাধুলা ডেস্ক ।। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় গত দুইবারের ফিফা বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন, ছিলেন মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজও; কিন্তু ২০১৪-১৫ মৌসুমে ইউরোপ সেরা ফুটবলারের পুরস্কারটি অনুমিতভাবে লিওনেল মেসির হাতেই উঠেছে। মোনাকোতে ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে বৃহস্পতিবার মেসির সেরা হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
গত তিন মৌসুমে ইউরোপ বর্ষসেরার শ্রেষ্ঠত্ব ছিল তিনজনের ঝুলিতে। এবার লড়াইয়ে সেরা তিনের দুজনই বার্সেলোনার। ‘এমএসএন’ ত্রয়ীর অন্যজন নেইমারের না থাকাটাও ছিল বিতর্কের। তারপরও লড়াইটা বার্সা-রিয়ালের মাঝে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। সেখানে স্প্যানিশ প্রিমিয়ার লিগের মত দুইয়েই থাকল রিয়াল। মানে ভোটে দ্বিতীয় হয়েছেন রোনালদো। আর সুয়ারেজ তৃতীয়।
মেসি ২০১১ সালের পর আবারো ইউরোপ সেরা হলেন। ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা জোড়া লাগানোর বছরই উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার চালু করা হয়েছিল। এরপর পুরস্কারটি জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরি ও রোনালদো। গত মৌসুমে বার্সাকে ট্রেবল জেতানো দুর্দান্ত মেসি যে এবছর সব সেরার পুরস্কারই ঘরে তুলতে যাচ্ছেন, ইউরোপ সেরারটা জিতে সেই আভাসই যেন দিলেন।
পুরস্কার মঞ্চে উঠে বিনয়ী মেসি বরাবরের মত বিনম্রচিত্তেই বললেন, ‘এই পুরস্কার বার্সেলোনা দলের জন্য। দল না থাকলে আমি কখনো এই পুরস্কার জিততে পারতাম না।’