দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ আগষ্ট ।। ‘আমি আপনার চেয়ে আপন যে জন’ তার হাতেই বাঁধবো রাখী। সামনেই রাখী বন্ধন উৎসব – যারা আপনজনকে রাখীর সুতোয় বন্ধু কিংবা আপন করে নেবেন দোকানে দোকানে খুঁজছেন পছন্দসই ঝলমলে রাখী। ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন পালা পার্বণের সেই সূত্রে আগামীকালই রাখী বন্ধন উৎসব। ঝকমকে রাখী নিয়ে খদ্দেরের অপেক্ষায় দোকানীরা।