দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ আগষ্ট ।। ধর্মের দেশে লেগেই আছে পূজো পার্বণের পর্ব । এখন চলছে ঝুলন যাএা উৎসবের পালা। রাজ্যের নানা স্থানে সাড়ম্বরে ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। আগরতলার শ্রী শ্রী জগ্ননাথ জীউ মন্দিরে প্রতি বছরের মতো এবারেও ঝুলন যাএা পালনের আয়োজনে ভক্তপ্রান মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঝুলন যাএা উপলক্ষ্যে জগ্ননাথ জীউ মন্দিরে ভগবৎ পাঠ, সংকীর্তন, বিশেষ পূজার্চনা চলছে। ভগবান শ্রী কৃষ্ণ আর শ্রী রাধার বিগ্রহের দড়িতে টান দিতে ভক্তদের প্রতিক্ষার দৃশ্যেই সার্থক ঝুলন যাএা উৎসব।