দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ।। মাঝখানে মাত্র কয়েকটা দিন বাকী, তারপরেই দেব শিল্পী বিশ্বকর্মার পূজো। ১৭ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে সাড়ম্বরে পূজোর আয়োজনের ব্যস্ততা চলছে। মূর্ত্তি তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা ঘড়ির কাঁটার দিকে নজর রেখে বিশ্বকর্মার তৈরীর কাজ করছেন স্টুডিওতে। মাটি থেকে রং সব কিছুরই দাম বেড়েছে তবুও পকেট বুঝে পূজোর আয়োজন চলছে চারদিকে।