রাখী বন্ধন উৎসবে উত্তর বাধারঘাটস্থিত কৌরবস ক্লাবের নান্দনিক প্রয়াস

rakদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ আগষ্ট ।। শ্রাবনী পূর্ণিমার রাখী বন্ধনের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরানিক ইতিহাস। ইতিহাসে যাই থাকুক – রাখী বন্ধন যুগ যুগ মানুষের ভালোবাসার দূরত্ব ঘোচাতেই পালিত হয়েছে। আধুনিকতার নামে যখন পরম্পরা, ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তখন রাখী বন্ধন এখনো আস্তিত্ব টিকিয়ে রেখেছে – ক’দিন থাকবে বলবে ভবিষ্যৎ। উত্তর বাধারঘাটস্থিত কৌরবস ক্লাব রাখী বন্ধন উৎসব পালন করেছে। পথ চলতি সাধারন জনগন প্রত্যেকেই বাহুডোরে রাখী বেঁধে দিয়ে ভালোবাসার বার্তা দিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*