রাজ্যের খেলাধুলার জগতে অবিস্মরণীয় দিন – জিমনাষ্ট দীপা কর্মকার অর্জুন পুরস্কারে ভূষিত

dipaদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ আগষ্ট ।। বিশ্ব হকির যাদুকর ধ্যানচাঁদের পূণ্য জন্মদিবসকে প্রতিবছর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ভারতীয় ক্রীয়াঙ্গনে যাঁরা অনন্য কীর্তি স্থাপন করেন তাঁদের সন্মান জানিয়ে পুরস্কার তুলে দেয়। প্রশিক্ষক, ক্রীড়াবিদরা দেশকে সন্মানিত করার সুবাদে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে নির্দিষ্ট অর্থরাশি ও সন্মাননা পত্র গ্রহন করেন রাষ্ট্রপতির হাত থেকে। ত্রিপুরায় জিমনাষ্টিকের বীজ রোপন করেছিলেন প্রয়াত স্যার দলীপ সিং, তাঁর প্রশিক্ষনে অসাধারন নৈপুণ্যের স্বাক্ষর রেখে এই ভারতবর্ষকে বহু কৃতি জিমনাষ্ট উপহার দিয়েছে এই ছোট্ট রাজ্য। ১৯৭৫ সালে ত্রিপুরার মন্টু দেবনাথ, ২০০০ সালে কল্পনা দেবনাথ অর্জুন পুরস্কার পেয়েছিলেন তারপর দীর্ঘসময় অতিবাহিত হয়েছে, ত্রিপুরার জিমনাষ্টিকের অসাধারন প্রতিভার স্ফূরন দীপা কর্মকার জাতীয়স্তরে এমুহূর্তে মহিলাদের জিমনাষ্টিকে সেরার সেরা। গ্লাসগো এবং জাপানের মাটিতে দীপা দেশের জন্য নয়া ইতিহাস রচনা করে ভারতের জন্য এই ইভেন্টে নতুন আশার সঞ্চার করেছে। রাজ্যের জিমনাষ্টিকের Golden Girl দীপা কর্মকারের অর্জুন পুরস্কার প্রাপ্তি নিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসানে গোটা রাজ্যের মানুষ আনন্দিত গর্বিত। ২৯শে আগষ্ট (শনিবার) ২০১৫ দীপা কর্মকারের অর্জুন পুরস্কার – এই রাজ্যের খেলার মাঠকে নতুন সঞ্জীবনি শক্তি যোগাক দীপার দুর্লভ স্নমান খেলার মাঠের আগামীর যোদ্ধাদের জয়ের মন্ত্রে সঞ্চারিত করে গৌরবের মুহূর্ত বয়ে আনুক – এই রাজ্যের জন্য। গোটা দেশে ধ্যানচাঁদের পূণ্য জন্ম তিথিতে ‘ক্রীড়া দিবস’ হিসেবে পালিত হয়েছে। রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ধ্যানচাঁদের জন্মদিবসে বিভিন্ন ক্রীয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*