তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। মঙ্গল গ্রহে মানুষ পৌঁছাতে আর বেশি দেরি নেই। তাই শুরু হয়েগেল তারই কাউন্টডাউন। হাওয়াইতে একটি কক্ষের মধ্যে ছ’জন বিজ্ঞানীকে বন্দি করে মঙ্গলে মানুষ পাঠানোর পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে নাসা। এই পরীক্ষা ফল থেকই নাসা বুঝতে পারবে মঙ্গলে মানুষ পাঠাতে হলে তাদের কি ধরণের প্রস্তুতিগুলো নিতে হবে। মঙ্গলে মানুষের সুন্দর বসবাসের ব্যবস্থা করতেই নাসার এই চেষ্ট।
এই ছ’জনের মধ্যে রয়েছে একজন ফরাসি মহাকাশবিজ্ঞানী, এক জার্মান পদার্থবিদ ও এক মার্কিন পাইলট, এক আর্কিটেক্ট, এক চিকিৎসক এবং এক ভূ-তত্ত্ববিদ। ৩৬ ফুট চওড়া ও ২০ ফুট লম্বা একটি ডােমের মধ্যে রাখা হয়েছে তাদের। আশেপাশে নেই কোনও পশু বা গাছ-পালা। শুক্রবার বিকেল তিনটার দিকে তারা ডোমটি বন্ধ করে দেন। এবং এখনো তারা সেখানেই অবস্থান করছেন। এর থেকে বুঝাযাবে এই ভাবে কতদিন তার সেখানে থাকতে পারে।
এই ছয়জনের প্রত্যেকের জন্য ডোমটির মধ্যে ছোট ছোট আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে। শোওয়ার জন্য খাট ও একটি ডেস্ক রয়েছে সেখানে। রাখা হয়েছে বেশ কিছু শুকনো খাবার। বাইরে যেতে চাইলে স্পেশস্যুট পরে বেরতে হবে। এবং তাদের জন্য রয়েছে সীমিত ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা। এই ছয় বিজ্ঞানী মঙ্গলকে কিভাবে বাসযোগ্য করে তোলা যায় সেই চেষ্টাই করবে।