কলম্বো টেস্টে ১ দিনে ১৫ উইকেটের পতন

khlখেলাধুলা ডেস্ক ।। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে ১৩২ রানের লিড নিয়েছে ভারত। দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ২১ রান। তবে এই দুই দলের মিলে ১৫ উইকেটের পতন হয়েছে।
আট উইকেটে ২৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ২০ রান যোগ করে ৩১২ রানে অলআউট হয় ভারত। ওপেনিংয়ে নেমে ১৪৫ রানে অপরাজিত ছিলেন চেতশ্বর পুজারা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ২০১ রানেই থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ৫৫ রান করেন কুশাল পেরেরা। ইশান্ত শর্মা নেন পাঁচ উইকেট। ১১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। তবে মাত্র সাত রানেই তিন উইকেট হারায় তারা। সিরিজে ১-১ সমতায় রয়েছে উভয় দল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*