দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ সেপ্টেম্বর ।। রেলওয়েতে মেগা ব্লকের কাজ শুরু হতে খুব বেশী দেরী নেই। রেলপথ অবরুদ্ধ হয়ে গেলে রাজ্যে খাদ্য সঙ্কট হবে না – আগরতলায় বসেই আশ্বস্ত করে গেছেন FCI শীর্ষ কর্মকর্তারা। স্বাধীনতার ৬৮ বছর বাদেও দেশের মূল ভূ খন্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কতদূর ভঙ্গুর তার বাস্তবতা প্রমান হচ্ছে মেগা ব্লকের দৌলতে। FCI কর্তারা রাজ্যের খাদ্য মজুত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন বেহাল আসাম আগরতলা সড়কের সংস্কারের সঙ্গে আসাম, মেঘালয়ের পূর্ত দপ্তর একযোগে কাজ করবে। বাংলাদেশের ভেতর দিয়ে আরো পাঁচ হাজার মেট্রিকটন চাল আনার উদ্যোগ চলছে। হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই মেগা ব্লকের কাজ শুরু হবে তারমধ্যেই ত্রিপুরায় আরো খাদ্য পন্য, রাস্তা সংস্কার, ত্রিপুরার বাইরে প্রস্তাবিত মজুৎ ভান্ডার গড়ে তোলার কাজ নির্ধারিত সময়ে করা সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে।