গোপাল সিং, খোয়াই, ৩০ আগষ্ট ।। ভারত সেবাশ্রম সংঘ’র শততম বর্ষ উদযাপন উপলক্ষ্যে মেগা কুই্যজ সম্পন্ন হল খোয়াইতে। ওএনজিসি নর্থ-ইষ্ট ইন্ডিয়া মেগা কুই্যজ প্রতিযোগতা রবিবার অনুষ্ঠিত হল খোয়াই টাউন হলে। জয়ী হয় জাম্বুরা স্কুল। দ্বিতীয় ও তৃতীয় হয় জওহর নবোদয় বিদ্যালয়ের এ এবং বি গ্রুপ। বিজয়ী দল অংশ নেবে রাজ্যস্তরের প্রতিযোগিতায়। মোট ৪২ টি দল এতে অংশ নিয়েছিল। বাছাই পর্বে ৬ টি দলকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্বাঞ্চলের কর্মাধক্ষ্য স্বামী অচলানন্দ মহারাজ, সিবিআই এর প্রাক্তন বিচারপতি নিরোদ রঞ্জন ঘোষ প্রমুখ।