দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ আগষ্ট ।। বিশ্বের বুকে প্রতিমুহূর্তে কোথাও না কোথাও প্রান যাচ্ছে মানুষের – স্বজন হারার আর্তনাদের চীৎকার কবে থামবে – কারো জানা নেই। হিংস্রতা, পৌশাচিকতা, আত্মস্বার্থ প্রতিপালনে সংঘাত শুরু হচ্ছে ঘর থেকে – স্বার্থের বলি হয়ে অকালে কেউ চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে আবার সংঘাতের হিংস্র দাবানলে পুড়ছে পৃথিবী। মনুষ্যত্বের সব সংজ্ঞা আজ মিথ্যায় পরিনত, নৈতিক শিক্ষা নেহাৎ কথার কথা হয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। রক্তাক্ত পৃথিবীতেই ‘মানুষ মানুষের জন্য’ আহ্বানে হচ্ছে মানুষের মিছিল, এই অবস্থার মধ্যেই ঐতিহ্যের ধারাবহিক প্রবাহে রাখী উৎসবে দেখা গেছে হাসি মুখে রাখী নিতে হাত বাঁধা এই রাখী মানুষে মানুষে আলগা হয়ে যাওয়া বন্ধনকে এতটাই মজবুত করে তুলুক যেখানে এই রাখীই হয়ে উঠুক প্রতিরোধের শক্ত প্রাচীর।