পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ৩০ আগষ্ট ।। নিজের জন্মদিন উপলক্ষ্যে মন্দিরে মোম-ধোপকাঠি জ্বালাতে গিয়ে মন্দিরের পুরোহিতের হাতে শ্লীলতাহানির শিকার হল দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী। শনিবার তেলিয়ামুড়ার দশমীঘাটস্থিত সৎসঙ্গ বিহার মন্দিরে বিকাল সাড়ে তিনটায় ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, ছাত্রীটি মন্দিরে মোম-ধোপকাঠি জ্বালাতে আসলে একাকীত্বের সুযোগ নিয়ে মন্দিরের পুরহিত সুধীর চক্রবর্তী ছাত্রীটিকে ঝাপটে ধরে। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে এসে পুরোহিতকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত পুরোহিত সুধীর চক্রবর্তী অকপটে নিজের দোষ স্বীকার করে নেয়। গোটা তেলিয়ামুড়ায় ঘটনা চাউর হতেই ছিঃ ছিঃ রব পড়ে যায়। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবীতে SFI তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলও সংঘঠিত করে এবং SDPO সুভাষ দেববর্মার নিকট ডেপুটেশান প্রদান করে SFI নেতৃত্বরা।