পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ৩০ আগষ্ট ।। দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠার এবং ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আওয়াজ উঠে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড) তেলিয়ামুড়া বিভাগীয় তৃতীয় ত্রি-বার্ষিক সন্মেলনে। শনিবার বিকেল সাড়ে তিনটায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের প্রাঙ্গনে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সন্মেলনের সূচনা করেন নেতৃত্বরা। এই সন্মেলনে উপস্থিত ছিলেন মৎস, সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, CPI(M) মহকুমা সম্পাদক সুধীর সরকার, TECC কেন্দ্রীয় সদস্য ননী দেববর্মা, TGTA কেন্দ্রীয় সভাপতি সুকান্ত ব্যানার্জী সহ সন্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারীরা।