আন্তর্জাতিক ডেস্ক ।। বহু দিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে চলেছে। পালটে যাচ্ছে উত্তর আমেরিকা ম্যাককিনলে পাহাড়ের নাম। আলাস্কা সফরে গিয়ে সেখানকার বাসিন্দাদের মন রক্ষার জন্য এই পাহাড়টির নাম পালটে রাখার ঘােষণা দিলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। এই পাহাড়টির পুরাতর নাম ম্যাককিনলে পরিবর্তন করে নতুন নাম রাখা হল ডেনালি। রবিবার এই ঘােষণাটি নিজ মুখেই দিয়েছে ওবামা। ২০০৮ সালে নির্বাচনের সময় ওবামা সেখানকার বাসিন্দাদের এমনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তার প্রতিশ্রুতি আনুযায়ি সেই ঘােষণাই রক্ষা করতে চলেছেন তিনি। সেখানকার বাসিন্দাদের সাথে ওবামার সুসম্পর্ক বজায় রাখতে হলে এই পাহাড়টির নাম পরিবর্তন করতেই হবে। তাই সুকৌশলে এই ঘােষণাটিই দিয়ে দিলেন বারাক ওবামা। দীর্ঘদিন ধরেই সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছেন আলাস্কার স্থানীয় বাসিন্দারা৷ ডেনালি নামটির সঙ্গে সেই জায়গার এক ঐতিহাসিক যোগসূত্র রয়েছে৷ কিন্তু, কোনও যোগ না থাকলেও গত এক শতক ধরে ম্যাককিনলে নামেই ২০ হাজার ফুট দীর্ঘ এই পাহাড়টিকে সবাই চিনত৷ আলাস্কার সংস্কৃতি, ঐতিহ্যকে গুরুত্ব না দিয়েই মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলের নামেই নামকরণ করা হয়েছিল এই পাহাড়টির৷ অবশেষে পদক্ষেপ নিলেন ওবামা৷ এবার থেকে ডেনলি নামেই সবাই চিনবে মাউন্ট ম্যাককিনলেকে৷