গোপাল সিং, খোয়াই, ৩১ আগষ্ট ।। ‘পৃথিবীর ১৩২টি উন্নতিশীল দেশের মধ্যে ভারতবর্ষের স্থান ১২৭ নম্বরে। ৭১ ইংরেজীতে স্বাধীন হওয়া বাংলাদেশ, উন্নতিশীল দেশের তালিকায় ভারতের চাইতে ৭ নম্বর উর্দ্ধে রয়েছে। যদি প্রশ্ন উঠে গরীব, বেকার, অশিক্ষার দিক দিয়ে পৃথিবীর মধ্যে শীর্ষে কোন দেশ রয়েছে? উত্তরটা হবে ভারতবর্ষ। অপরদিকে আশ্চর্য্য্যজনকভাবে পৃথিবীর মধ্যে ১০ জন পুঁজিপতির নামের তালিকায় শীর্ষে উঠে আসছে ভারতীয় পুঁজিপতিদেরই নাম। পুঁজিপতিদের তালিকার প্রথম চারে স্থান করে নিয়েছেন ভারতীয় পুঁজিপতিরা। অর্থ্যাৎ পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যাক্তিটিও ভারতীয়। এরই নাম ‘সাইনিং ইন্ডিয়া’। অর্জুন সেন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের প্রতি ১০০ জনের মধ্যে ৭৬ জনই দিন-আনতে ২০ টাকা আয় করতে পারেন না, মানে দারিদ্রসীমার নীচে বসবাস করেন। কিন্ত মুদ্রার ওপিঠে পুঁজিপতিদের তালিকায় পৃথিবীর মধ্যে সেরা দশের তালিকার প্রথম চারজনই ভারতীয়। যদি কখনো এবিষয়ে অলিম্পিক গেইমস হয় তবে এসব ক্ষেত্রে গোল্ড ম্যাডেল পাবে ভারত।’