খেলাধুলা ডেস্ক ।। একদিকে টিম ইন্ডিয়ান শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের আনন্দে আত্মহারা। অন্য দিকে দলের আরেক দুই নির্ভরযোগ্য তারকা প্লেয়ার সুরেশ রায়না-মহেন্দ্র সিং ধোনী সস্ত্রীক রয়েছেন দেশের বাহিরে। ইন্ডিয়ান ক্রিকেট তারকা হওয়ার সুবাদে তারা কি করছেন কোথায় ঘুরছেন তার বিন্দু মাত্রও ভক্তদের কথা মাথায় রেখে মিডিয়া আড়াল করছেন না। কিছু দিন আগে মিডিয়া ফলাও ভাবে প্রচার করেছিলে স্ত্রীকে নিয়ে সুরেশ রায়নার আনন্দ ফূর্তির খবর। যদিও এ ব্যপারে রায়না বলেছেন অবসর সময়টাকে তিনি তার যোগব্যয়াম করে আগামী খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক একই সময়ে বন্ধু ধোনী তার স্ত্রী সাক্ষীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি মন্দিরে পুজো দিতে সেখানে পৌঁছেছেন। ঝাড়খণ্ডের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুদেশ কুমার মাহাতর সঙ্গে একটি নির্মিয়মাণ মন্দিরে রবিবার পুজো দেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক৷ শরীরি দিকে থেকে দলে উপস্থিত না থাকতে পারলেও ইউএসএ-তে বসবাসকারী ভারতীয়দের কাছে ধোনির আর্জি ছিল, ‘টিম ইন্ডিয়াকে সমর্থন করুন৷’ তিনি বলেন,‘আমাদের সমর্থন করতে থাকুন৷ আমরা ভাল দল ও ভাল খেলছি৷ আপনারা পাশে থাকলে এভাবেই এগিয়ে যেতে পারব৷’