দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ আগষ্ট ।। রাজ্যজুড়ে DYFI-র ইউনিট সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় মেলারমাঠ DYFI ইউনিট সন্মেলনে সংগঠনের মহিলা সদস্যরা DYFI কেন্দ্রীয় কমিটির সহঃসভাপতি তাপস দত্তকে রাখী পরিয়ে দিয়েছেন। ইউনিট সন্মেলনে রাখী বন্ধন উৎসবের মধ্য দিয়ে মানুষে মানুষে মেলবন্ধন দৃঢ় হবে বলে জানিয়েছেন DYFI নেতৃবৃন্দ।