দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ আগষ্ট ।। সোমবার, শহর দক্ষিণাঞ্চল কংগ্রেস কমিটির আহ্বানে নাগরিক পরিষেবা সম্পৃক্ত ১১ দফা দাবীতে পুর নিগমের সাউথ জোনের জোনাল অফিসারের কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে দাবী সনদ তুলে দেয়া হয়েছে। পুর নিগম অঞ্চলের মানুষদের পরিষেবা প্রদানে ১১ দফা দাবীর মধ্যে শহর দক্ষিণাঞ্চল কংগ্রেস কমিটির তরফে বলা হয়েছে কেন্দ্রের বরাদ্দের পাশাপাশি নিগম পুর কর বাড়িয়ে চলেছে – এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। শহর দক্ষিণাঞ্চল থেকে মিছিল করে কংগ্রেস কর্মীরা ডেপুটেশনে অংশ নেন। বিধায়ক দিলীপ সরকার, ২৯নং ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত চৌধুরী, ব্লক সভাপতি অভিজিৎ দেব, প্রাক্তন পুর কাউন্সিলার হিম্মত সিং রাউত দক্ষিণ শহরতলী কংগ্রেস কমিটির ডেপুটেশন পর্বে অংশ নেন। আগামীর পুর ভোটকে সামনে রেখে কংগ্রেসের এই ডেপুটেশানে কর্মী সমর্থকদের মাঠে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।