প্রয়াত তপন চক্রবর্তীর মর্মর মূর্ত্তির আবরন উন্মোচন

khwগোপাল সিং, খোয়াই, ১ সেপ্টেম্বর ।। সোমবার, বৃষ্টিস্নাত সকালে ১৬তম শহীদান দিবসে প্রয়াত তপন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানাতে সারা রাজ্যেই নানান কর্মসূচী হাতে নেওয়া হয়। মূল কর্মসূচীটি হয় খোয়াই জেলার বাগান বাজারে। সিপিআই(এম) বাগান বাজার অঞ্চল কমিটির কার্য্য্যালয়ের সামনে শহীদ বেদীতে মাল্যদান, পুষ্পার্ঘ্য্য অর্পন এবং পার্টি অফিসের পাশেই নব নির্মিত শিশু উদ্যানে প্রয়াত তপন চক্রবর্তীর মর্মর মূর্ত্তির আবরন উন্মোচন হয়। মোট ১১টি ব্রিগেডে শত শত নারী-পুরুষ নির্বিশেষে শ্রমিক-কৃষক, সকল অংশের মানুষ জমায়েত হন শহীদ সমাবেশে। সবক’টি কর্মসূচীতেই উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সিপিআই(এম)রাজ্য কমিটির সদস্য সমীর দেবসরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য খগেন্দ্র জমাতিয়া, ডিওয়াইএফআই সর্বভারতীয় নেতৃত্ব অভয় মুখার্জী, রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সিপিআই(এম)খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ প্রয়াত তপন চক্রবর্তীর কনিষ্ঠ ভ্রাতা প্রণব চক্রবর্তী ও পরিবারবর্গ। এদিকে শহীদ সমাবেশ স্থলে এদিন তিল ধরার জায়গা ছিলনা। ছাতা মাথায় অসংখ্য মানুষ প্রয়াত তপন চক্রবর্তীর শহীদান দিবস, বিভিন্ন কর্মসূচী এবং শহীদ সমাবেশ সফল করতে উৎপ্রোতভাবে সামিল হন। শহীদ সমাবেশ থেকে সিপিআই(এম) নেতৃত্বদের ভাষনে কেন্দ্রীয় সরকারের একের পর এক দূর্নীতি, শ্রমিক-কৃষক স্বার্থ বিরোধী নীতি ও গরীব মারার নীতির প্রতি ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে ২রা সেপ্টেম্বরের সারা ভারত ধর্মঘটের সমর্থনে একজোট হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*