নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর ।। কেন্দীয় সরকারের বভিন্ন জনবিরোধী নিতির প্রতিবাদে দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাম দলগুলো। স্কুল, কলেজ, অফিস, হাট-বাজার, ট্রেনে বাসে আলোচনার মূখ্য বিষয় হয়ে দাঁড়ায় ২রা সেপ্টেম্বর বনধ। মঙ্গলবার, ১২ দফা দাবীতে ২রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারন ধর্মঘট পালন করার আহ্বানে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক পথসভা আয়োজন করা হয়। উক্ত এই পথসভায় উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ নেতৃবৃন্দরা।