গোপাল সিং, খোয়াই, ১ সেপ্টেম্বর ।। মঙ্গলবার বেলা ১টায় খোয়াই মহকুমা শাসক এর কার্য্যালয়ের সামনে খাদ্য সুরক্ষা এবং খাদ্য সুরক্ষা আওতায় আসা সুবিধাভোগী নির্ণয়ে দলবাজীর বিরোধীতায় সরব হল খোয়াই তৃনমুল কংগ্রেস। মহকুমা শাসক ড. সমিত রায় চৌধূরীর নিকট এনিয়ে একটি ডেপুটেশন প্রদান করে তৃনমুল নেতৃত্বরা। তৃনমূলের অভিযোগ অনেক বিত্তশালী পরিবারকে খাদ্য সুরক্ষার আওতায় আনা হয় এবং প্রকৃত গরীব জনগন এই সুবিধা থেকে বঞ্চিত। খোয়াই তৃনমূল কংগ্রেস একটি তালিকা পেশ করার দাবি জানান। খোয়াইয়ের আপামর জনগনের অভিমত তৃনমুল কংগ্রেসই হোক বা অন্য কোন বিরোধী দল, এই আন্দোলনে এত বিলম্ব কেন? খাদ্য সুরক্ষার আওতাধীন নামের তালিকা প্রকাশে হাতে অনেকদিন সময় ছিল। কোন কোন পরিবার খাদ্য সুরক্ষার আওতায় আসবে সে বিষয়ে বিভিন্ন বিজ্ঞাপন বা প্রত্যেকটি রেশন সপে তালিকা পাঠিয়েছে খাদ্য দপ্তর। খোয়াইয়ের জনগন মনে করেন যদি ঠিক ঐ সময় সব বিরোধী দলগুলো সরকারীভাবে বাধা দিতেন বা আইনি লড়াইয়ে যেতেন তবে হয়তো প্রকৃত সুবিধাভোগী গরীব অংশের জনসাধারন খাদ্য সুরক্ষার আওতায় আসতেন। গরীব-শ্রমিক-কৃষকদের কিন্তু অজানা নয়, খাদ্য সুরক্ষার সঠিক নির্ণয়ে অনেক ত্রুটি রয়েছে। অনেক প্রকৃত গরীব পরিবার খাদ্য সুরক্ষার আওতায় আসেনি। জনগনের দাবি তার জন্য বর্তমান রাজনৈতিক দলের মধ্যে বিরোধি দলের মুখ্য ভুমিকা থাকার কথা। অথচ বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে কেবলমাত্র ইলেক্ট্রনিক বা প্রিন্ট মিডিয়ার প্রচার পেতে। কেন বিভিন্ন সময়ে কেবলমাত্র মিডিয়ার প্রচার পেতেই বিরোধী দলগুলি এগিয়ে আসছে, প্রশ্ন জনগনের? জনগনের অভিমত সঠিক সময়ে সঠিক কাজে এগিয়ে আসতে হবে বিরোধী দলগুলিকে, প্রচারের জন্য নয়।