দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১ সেপ্টেম্বর ।। মঙ্গলবার স্কুল, কলেজ, অফিস, হাট-বাজার, ট্রেনে বাসে আলোচনার মূখ্য বিষয় হয়ে দাঁড়ায় ২রা সেপ্টেম্বর বনধ। কেঊ যখন বলেছেন বনধে ক্ষতিছাড়া প্রাপ্তি কিছুই নেই, সেখানেই প্রত্যূত্তরে বলা হয়েছে পেটে পিঠে টান ধরলে এছাড়া উপায় নেই। বনধের আগের রাত্রীতে শহরের সবকটা বাজারে খদ্দেরদের উপস্থিতি স্বাভাবিক ভাবেই বেশী ছিল। ২৪ ঘন্টা বনধের ঠ্যালায় একই বাজারে খেটে খাওয়া আর মোটা মাইনের বাবুরাও আহারের আয়োজন যোগারে ব্যস্ত ছিলেন।