শুভ্র দে, চূড়াইবাড়ী, ২ সেপ্টেম্বর ।। কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কর্মচারী সহ সাধারন মানুষের জনকল্যাণের পরিবর্তে জনদুর্ভোগ সৃষ্টিকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশীয় ট্রেড ইউনিয়ন গুলো ২রা সেপ্টেম্বর ২৪ ঘন্টা ভারত বনধের জেরে বন্দি ত্রিপুরা সহ গোটা দেশ। ধর্মঘটের জেরে শহর থেকে শহরতলির বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড গুলোতে দেখা গেছে সারিবদ্ধ যানবাহন দাঁড়িয়ে আছে। নেই প্রাত্যহিক ব্যস্ততার ছবি, উধাও ব্যস্ত যাত্রীর ত্রস্ত পদচারনা। বনধ আহ্বানকারীদের তরফে শহরে মিছিল এবং পিকেটিং করা হয়েছে গোটা রাজ্যে।