পদ্মনাভপাল, তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর ।। ভারতের ট্রেড ইউনিয়ন ২রা সেপ্টেম্বর ২৪ ঘন্টা ভারত বনধে জীবন যাত্রার ব্যস্ততায় স্থবিরতা এনে দিয়েছে।স্কুল, কলেজ, সরকারী প্রতিষ্ঠান সহ বেসরকারী প্রতিষ্ঠান, দোকান পাট বন্ধ ছিল, পথ ঘাট ছিল শূনশান।তেলিয়ামুড়া সহসর্বত্র প্রাত্যহিক ব্যস্ততার দৃশ্যে ছিল অনিবার্য স্থবিরতার উপস্থিতি। সব মিলিয়ে ২৪ ঘন্টা ধর্মঘটের এই নিস্তব্ধ প্রেক্ষাপটের পেছনে রয়েছে প্রতিবাদের যোগসূত্রতা।