পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ৪ সেপ্টেম্বর ।। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন উত্তর গকুলনগর এডিসি ভিলেজের উপজাতি অধ্যুষিত বিলাইহাম রিয়াং পাড়ার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের প্রশ্নে শুক্রবার গোটা এলাকা পরিদর্শন করেন কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। পানীয় জল, শিক্ষা, রাস্তাঘাট, বাগান সহ নানা বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একই সাথে এলাকার জনপ্রতিনিধির সাথে নানা সুযোগ সুবিঢা এবং সমস্যার বিষয়েও খোলামেলা আলোচনা করেন মন্ত্রী। সেখনে উপস্থিত ছিলেন PTG দপ্তরের অধিকর্তা করুনানিধি দেববর্মা, উপঅধিকর্তা সুনীল দেববর্মা সহ আরো অনেকে।