পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ৫ সেপ্টেম্বর ।। তেলিয়ামুড়া টাউন হলের মাঠে আয়োজিত শনিবার ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের পঞ্চম রাজ্য সন্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তার ভাষনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করেন CITU রাজ্য সভাপতি তথা বিদ্যুৎ ও পরিবনণ মন্ত্রী মানিক দে। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্য দানের মধ্য দিয়ে ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের পঞ্চম রাজ্য সন্মেলনের প্রকাশ্য সমাবেশের সূচনা করেন নেতৃবৃন্দরা। এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, CPIM তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার, মৎস সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক তপন দাস প্রমুখ।