রবীন্দ্রভবনে শ্রদ্ধার শব্দোচারনে পালিত শিক্ষক দিবস

ttcদেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ।। পবিত্র পেশার তালিকায় সর্বাগ্রে স্থান শিক্ষাকতার। যুগে যুগে শিক্ষক সমাজ সামাজিক অন্ধকার দূর করার কাজে আলোর দিশারী হয়ে জ্ঞান দান করে চলেছেন অক্লান্ত পরিশ্রমে। সামাজিক অবক্ষয়ে পরিত্রাতার ভূমিকা নিতে পারেন শিক্ষককূল। পড়ুয়াদের মধ্যে মনুষ্যত্ত্ব আর মানবিকতার বীজ রোপন করে শিক্ষককূল আগামী প্রজন্মকে বিপথে পরিচালিত হওয়ার হাত থেকে মুক্তি দিতে পারেন।
মোদ্দা কথা শিক্ষককূল হচ্ছেন সামাজিক কূলষতা বিহীন সমাজ গড়ার নেপথ্যের কারিগর। এই মুহূর্তে শিক্ষক সমাজকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এই আহ্বান শোনা গেছে রবীন্দ্রভবনে ৫৪তম শিক্ষক দিবস পালনে। উদ্ধোধক হিসেবে এখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, তথ্যমন্ত্রী ভানুলাল সাহা সহ শিক্ষাব্রতী, ছাত্র ছাত্রী ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*