দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।। একদিকে বিশ্বায়নের নাম করে বিশ্ববাসীর ক্ষুধা নিবৃত্তির জোরদার ভাষন অন্য দিকে ক্ষমতার আগ্রাসনের বলি হচ্ছে নিরীহ, নিরাপরাধ মানুষ। মানবতা, মনুষ্যত্ব নিছক কথার কথা হয়ে ভাষনের শব্দগুচ্ছ হয়ে বেঁচে আছে। ক্ষমতার দম্ভ, সাম্রাজ্য বিস্তার অস্ত্র ব্যবসার নেপথ্যে রক্তাক্ত হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে বুলেটের শব্দে নয় শান্তি, মৈত্রী আর বন্ধনের মধ্য দিয়ে খুঁজে পাবে কাঙ্খিত পথ। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে সোমবার শহরে যুদ্ধবিরোধী মঞ্চ মহা মিছিলের আয়োজন করে। মহা মিছিলে সর্বস্তরের পেশার মানুষের সঙ্গে পথ হেঁটেছেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ জীতেন চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত, ক্রীড়ামন্ত্রী শহিদ চৌধুরী, CPI(M) রাহ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস সহ আরো অনেকে।