জাতীয় ডেস্ক ।। মুম্বইয়ের পর এবার জৈন উৎসব ‘পরয়ুশন’ চলাকালীন মাংসের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল নবি মুম্বই পুরসভাও।
এদিন শরদ পাওয়ারের দল এনসিপি-কংগ্রেস পরিচালিত নবি মুম্বই পুরসভা জানিয়েছে, জৈন ধর্মাবলম্বীদের আটদিন-ব্যাপী অনুষ্ঠান ‘পরয়ুশন’-এর জন্য আগামী ১৭ তারিখ পর্যন্ত সেথানে কোনও মাংস বিক্রি হবে না। সম্প্রতিই সেপ্টম্বরের ১০, ১৩, ১৭ এবং ১৮ তারিখ সব ধরনের মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে বিজেপি-পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা। গতকালই মুম্বই পুরসভার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এনসিপি জানিয়েছিল, ২০১৭ সালে পুরভোটের কথা মাথায় রেখে ভোটারদের মেরুকরণ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। অথচ, তার ২৪-ঘণ্টার মধ্যেই তারাও সেই একই পথ অনুসরণ করল। এই নিষেধাজ্ঞা কেবলমাত্র মাংসের ক্ষেত্রে প্রযোজ্য বলেই জানা গিয়েছে। ডিম বা মাছের ক্ষেত্রে নয়। বস্তুত, ‘পরয়ুশন’ চলাকালীন জৈন ধর্মাবলম্বীরা মাটির তলায় হওয়া সব্জিও খান না।