সিরিয়া নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি দিল আমেরিকা

hgআন্তর্জাতিক ডেস্ক ।। ঠাণ্ডা যুদ্ধের ছায়া লক্ষ করা যাচ্ছে আমেরিকা এবং রাশিয়ার মাঝে। বৃহস্পতিবার আমেরিকার বিদেশ বিষয়ক সচিব জন কেরি সিরিয়া বিষয় নিয়ে রাশিয়াকে হুশিয়ারি দিয়েছেন। কেরি বলেন, সিরিয়ায় রুশ সামরিক সরঞ্জাম মোতায়েন করে দেশটিতে হিংসা ছড়ানোর চেষ্ট করছে রাশিয়া। মার্কিন বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবিষয়ে ফোনে কথা হয়েছে আমেরিকার। বুধবার রুশ বিদেশ বিষয়ক দফতরের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সিরিয়ায় যে সব সামরিক সরঞ্জাম পাঠানো হবে তার ব্যবহারের প্রশিক্ষণ দেয়ার জন্য দেশটিতে রুশ সামরিক বিশেষজ্ঞ রয়েছেন। তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় আনেক দিন ধরেই সিরিয়াকে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। ল্যাভরভের সঙ্গে ফোনালাপের সময় এ নিয়ে মার্কিন উদ্বেগের কথাও জানান জন কেরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*