নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ।। রাজধানীর ব্লু লোটাস ক্লাব এলাকায় ধীরেন্দ্র চন্দ্র সাহার বসত বাড়ীর ৭টি ঘড়ে ভাড়া থাকেন স্কুল কলেজে পড়ুয়া কিছু ছাত্র ছাত্রী। এলাকাবাসীর আভিযোগ গত কিছুদিন ধরেই এই বাডীতে অবৈধ কার্যকলাপ হয়ে আসছে। পাশাপাশি এলাকাবাসীর কাছ থেকে জানা যায় ধীরেন্দ্র চন্দ্র সাহার বাড়ীতে শিল্পী দেববর্মা (২০) নামে একটি স্কুল পড়ুয়া মেয়ে ভাড়া থাকেন প্রায় ২-৩ মাস থেকে। সোমবার রাত আনুমানিক ৮টা নাগাদ শিল্পী দেববর্মার ঘড়ে ১৫-১৬ জন যুবক যুবতী হানা দিয়ে তাকে মারধোর করে। যুবক যুবতীদের থেকে জানা যায় শিল্পী দেববর্মা নাকি তাদের থেকে স্বর্ণের চেইন সহ পোষাক চুরি করেছে। ঘটনায় চাঞ্চল্য দেখা দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকেই পায়নি, সাবাই পালিয়ে গেছে, পুলিশ শিল্পী দেববর্মার ঘড়ে তালা পায়। এলাকায় এহেন ধটনায় বাড়ির মালিকের উপর এলাকাবাসীর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
রাজীব সাহার তোলা ছবি।