আন্তর্জাতিক ডেস্ক ।। আমেরিকায় ৯/১১-এর সেই হামলার কথা আজও ভুলেনি বিশ্ববাসী। হামলার চিত্র এখনো যেন ভেসে ওঠে আমেরিকানদের চোখে। ৯/১১-এর এই হামলার বর্ষপূর্তির আগেই নাশকতার ছক তৈরি করেছিলেন ফ্লোরিডার এক বাসিন্দা। কিন্তু গোপন সংবাদের মাধ্যমে তার খবর পেয়ে যায় আমেরিকা তাই নাশকতার পুরো ছকই নষ্ট করে দিল তারা। গ্রেফতার করা হয়েছে ফ্লোরিডার এক বাসিন্দাকে। প্রশাসনের দাবি, ১১ সেপ্টেম্বর নাশকতার পরিকল্পনায় সাহায্য করার চেষ্টা করছিল আটকৃত ব্যক্তি। মার্কিন অ্যাটর্নি অফিস বৃহস্পতিবার জানিয়েছে, ২০ বছরের জোশুয়া রায়ান গোল্ডবার্গ বিস্ফোরক, ধ্বংসাত্মক যন্ত্রপাতি ও গণ বিধ্বংসী অস্ত্র সংক্রান্ত তথ্য সরবরাহের কাজে লিপ্ত ছিল। গোল্ডবার্গ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র পাতা ফাঁদে পা দেয় বলে জানা গিয়েছে। গত জুলাইতে ইন্টারনেটের মাধ্যমে এফবিআই-র এক এজেন্টের সঙ্গে যোগাযোগ হয় তার। গোল্ডবার্গ ওই এজেন্টকে কীভাবে প্রেসার কুকারের সঙ্গে ইঁদুর মারার বিষ দিয়ে বোমা তৈরি করা যায়, তা জানিয়েছিল। এফবিআই-র ওই ইনফর্মারকে ৯/১১ বর্ষপূর্ত্তিতে মিসৌরির কানসাস শহরে বোমা বিস্ফোরণ ঘটানোরও নির্দেশ দেয় সে।