নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। শনিবার, ১৬ দফা দাবীতে সারা ভারত যুব লীগ, ছাত্র ব্লক, অগ্রগামী মহিলা সমিতি ফরোয়ার্ড ব্লক এবং অগ্রগামী কিষান সমিতির উদ্যোগে গণ অবস্থান বসে। আগরতলা ডাকঘরের সামনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে এই গণ অবস্থান। গণ অবস্থান থেকে সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের হাতে দাবী সনদ তুলে দেয়া হয়।