শুভ্র দে, চূড়াইবাড়ী, ১২ সেপ্টেম্বর ।। চলতি বর্ষণে এই নিয়ে বেশ কয়েকবার আসামের জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। আসামের এই জাতীয় সড়কটি রাজ্য সরকারের চরম অবহেলার শিকার হয়ে লরি চালকদের কাছে বিপদজনক হয়ে আছে। অতি সম্প্রতি আসাম সীমান্তে কয়েক শতাধীক পণ্যবাহী লরি আটকে রয়েছে ত্রিপুরায় প্রবেশের জন্য। সমস্ত রাস্তায় জল কাদায় একাকার হয়ে লরি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে লরিতে থাকা বহু মূল্যের আলু, পেঁয়াজ সহ সব্জি পচন ধরছে। ফলে রাজ্যে কাচামালের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।