নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। মানুষের তরে মহান কাজের দৃষ্টান্ত রাখলেন শহর দক্ষিণাঞ্চলের উত্তর বাধারঘাটস্থিত কৌরবস ক্লাব। শনিবার, কৌরবস ক্লাবের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরে শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বাসুদেব রায়, মেডিসিন ডাঃ দীপায়ন সরকার, ডাঃ পরিমল সরকার এলাকাবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে ঔষদ প্রদান করেন।