২২ বছরের যুবক খুন

khগোপাল সিং, খোয়াই, ১৩ সেপ্টেম্বর ।। কল্যানপুর থানাধীন শান্তিনগর বড়ইগোটা গ্রামে পেশায় গাড়ী চালক ২২ বছরের যুবক খুন। প্রতিবেশী যুবক ইন্দ্রজিৎ শুক্লদাস কর্তৃক ছুড়িকাঘাতে খুন হয় অভিজিৎ শুক্লদাস। ঘটনা শনিবার রাত আনুমানিক ১০টা নাগাদ। মৃত যুবক সম্পর্কে গ্রামের পঞ্চায়েত প্রধান এর ভাগিনা। উনার সামনেই নৃশংসভাবে খুন হতে হয় অভিজিৎকে। অভিযুক্ত যুবক ইন্দ্রজিৎ পরিকল্পনা মাফিক অভিজিৎকে খুন করে। চোর চোর বলে চেচিয়ে অভিজিৎকে রাস্তায় ডেকে এনে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। এবং তারপর গ্রাম প্রধান মিমংসা করতে এলে উনার সামনেই পেছন দিক থেকে এসে অভিজিৎকে ভোজালি দিয়ে আঘাত করে ইন্দ্রজিৎ। ঘটনাস্থলেই প্রান হারায় যুবকটি। কিন্তু গ্রামবাসী ইন্দ্রজিৎকে পাকড়াও করতে সক্ষম হয় এবং গনধুলাই দিতে থাকে। খবর দেওয়া হয় থানায়। কিন্তু পুলিশ আসে ২ ঘন্টা বাদে। পুলিশকে ঘটনার সূত্রপাত হবার সময়ই খবর দেওয়া হয়। যদি পুলিশ সঙ্গে সঙ্গে আসতো তবে হয়তো প্রাণে বেঁচে যেত অভিজিৎ। কিন্তু পুলিশের খামখেয়ালিপনায় খুন হতে হলো অভিজিৎকে। এরপরও গ্রামবাসীরা অভিজিৎকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করতেই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় হাসপাতালে। অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতি এবং টিএসআর মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে হয়। রবিবার সকালে ময়না তদন্তের পর মৃত যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে যুবকের পিতা হাসপাতালে ভর্ত্তি ছিল। উনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। ছেলের এই পরিনতি যেনে অসুস্থ হয়ে পড়ে তার মা। টিএমএসইউ সদস্যের খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শ্রমিক সংগঠন। সেই সাথে শোক জ্ঞাপন করেছে টিএমএসইউ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*