দুর্ঘটনার কবলে ট্রেভেলস বাস

crশুভ্র দে, চূড়াইবাড়ী, ১৩ সেপ্টেম্বর ।। রবিবার সকাল ১১টা নাগাদ AS01-Q-6077 নম্বরের পূজা ট্রভেলসের একটি সুপার বাস গৌহাটি থেকে আগরতলা যাবার পথে পেঁচারথল ১নং বুগদা এলাকায় এসা মাত্রই পালটি খায়। ইদানীং আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা। তার উপর অতিরিক্ত মাল বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে যাত্রীবাহী বাসটি যেখানে দুর্ঘটনায় পড়ে তার অপরদিকে ১২ চাকার একটি লড়ি বিকল হয়ে পড়ে থাকায় কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*