দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ।। স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে সোমবার জন সমাবেশের আয়োজন করে INPT, নেতৃবৃন্দ ভাষনে INPT–র দাবী পূরনের যৌত্তিকতা নিয়ে তীব্র আন্দোলনের কথা বলেছেন। রাজ্যের ভূমি পূত্রদের অস্তিত্ব রক্ষা, ভূমি রাজস্ব ক্ষমতা ও অধিকার, কেন্দ্রের অর্থ সরাসরি ADC-র হাতে তুলে দেয়া, অধিক ক্ষমতার দাবীতে INPT–র সমর্থকরা শহরে মিছিলে অংশ নেয়।
রাজীব সাহার তোলা ছবি।