দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ।। একপক্ষছাত্র সংসদ নির্বাচন নিয়ে কালো দিবস পালন করে প্রতিবাদ জানানোর মধ্যেই রাজ্যজুড়ে ছাত্র সংসদের নির্বাচনে SFI, TSU-র বিজয় উল্লাসের বাতাবরন এনে দিয়েছে। SFI, TSU প্রতিপক্ষহীন এই নির্বাচনকে গনতন্ত্রের বিজয় হিসেবেই উল্লেখ করেছে। বৃহস্পতিবার, রঙিন আবিরের আবহে SFI, TSU-র বিজয় মিছিলের আয়জনে শহরের বিভিন্ন পথ পাড়ি দিয়েছে দুই সংগঠনের সদস্যরা।