দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ।। স্বাধীনতার স্বপ্ন পূরন হয়েছে ভারতবর্ষের, কিন্তু দেশজুড়ে লক্ষ লক্ষ বেকার দ্বারে দ্বারে ঘুরছে জীবিকার অন্বেষনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এদেশের শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল ফলে অর্থ, বিত্তহীন মানুষ শিক্ষা বিহীন অন্ধকারে জীবন অতিবাহিত করেছে – বিশ্বকবির এই উক্তি এখনো যে বাস্তব তা বলার অপেক্ষা রাখেনা।
সোমবার বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন সার্বজনীন শিক্ষা ও কাজের অধিকারের দাবীতে রাজ্যে পালন করেছে আন্দোলন কর্মসূচী। ONGC-র সামনেও এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। জীবনের মৌলিক চাহিদার সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা ও কাজের দাবীকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে বামপন্থী আন্দোলনের তীব্র লড়াইয়ের আহ্বান জানিয়েছে চার বাম ছাত্র যুব সংগঠন।