দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ সেপ্টেম্বর ।। এমুহূর্তে যে কোনো পূজো পার্বণের পরিবেশনে প্রথমেই উঠে আসে অগ্নিমূল্যের বাজার পরিস্থিতি। সব ভক্তেরই মনোবাসনা থাকে ভগবানের পূজোর আয়োজনে উপাচারে দেদার খরচায় ফললাভে, কিন্তু দিন কাল যেখানে পৌঁছেছে সবার পক্ষে সম্ভব নয় দু’হাতে অর্থ খরচ – ফলে দেবশিল্পীর আরাধনাতেও সময়ের প্রভাব স্পষ্ট। তবুও যে যার সাধ্যমত আরাধনা করেছে দেবশিল্পীর। মূর্তি তৈরীর মাটি থেকে শুরু করে রংয়ের দাম অনেকটাই বেড়ে গেছে, ফলের বাজারে মূল্য আকাশ ছোঁয়া, সব্জি বাজারেও একই হাল। তার মধ্যেই সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, লৌহজাত ব্যবসায়ী, বাড়ী ঘরে দেবশিল্পীর আরাধনা হয়েছে শুচি শুদ্ধাতায়। শহরের মটর স্ট্যান্ড, বটতলা সহ শহর থেকে শহরতলীর নানা স্থানে বিশ্বকর্মা পূজোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে দেখা গেছে দর্শনার্থীদের ভীড়।