দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ সেপ্টেম্বর ।। শনিবার, প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে বিগত বছরে রাজ্যের গ্রাম পাহাড়ে ম্যালেরিয়ার বীভৎস থাবায় অসংখ্য মানুষের প্রানহানিতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে ধলাই, গোমতী জেলা সহ নানা স্থানে ম্যালেরিয়া রীতিমতো মরনযজ্ঞে পরিনত হয়। ম্যালেরিয়ার সংক্রমন ঠেকাতে পর্যাপ্ত প্রতিরোধ এবং পরিকাঠামোর অভাবেই মানুষের মৃত্যু রোধ করা যায়নি। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সন্মেলনে ম্যালেরিয়ার সংক্রমনে ব্যাপক সংক্যায় মানুষের মৃত্যু রোধ করতে অনতি বিলম্বে স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন স্বাস্থ্য সহায়ক সংস্থার প্রতি আবেদন জানিয়ে বলা হয়েছে তাৎক্ষনিকভাবে ম্যালেরিয়া নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারন করতে হবে কমিউনিটি স্তরে। টিকাকরনের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে ম্যালেরিয়ার ব্যবহার সহ অন্ধ কূ-সংস্কার, ঝারফুক থেকে নিবৃত করার ব্যবস্থা নিতে হবে। ম্যালেরিয়ার সংক্রমন নিয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষণ ও অনুসন্ধান জারী রেখে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এছাড়াও ম্যালেরিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধিতে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার আহ্বান জানানো হয়েছে কংগ্রেস ভবনের সাংবাদিক সন্মেলনে। প্রদেশ কংগ্রেসের এই সামাজিক দায়বদ্ধতা সম্পৃক্ত সাংবাদিক সন্মেলনে ম্যালেরিয়ার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয়ের প্রমান্য নথি তুলে দেয়া হয়েছে সংবাদ প্রতিনিধিদের। প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ডাঃ অশোক সিনহা এবং কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভৌমিক।