নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর ।। রাজ্য কংগ্রেসের হাল ফেরাতে যুব কংগ্রেস নতুন উদ্যোগ নিয়ে ঘর গোছানোর প্রয়াস নিয়েছে। রাজ্য যুব কংগ্রেস সমর্থকদের আস্থা আর হারানো জমি উদ্ধারে আগামী ২২শে সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের আহ্বানে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে। রবিবার, প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে। রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি, শ্রমিক – কর্মচারী বঞ্চনা, চিটফান্ড ইস্যু, বেকারদের সাথে প্রতারনা সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে ময়দানে নামতে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসে বলে সাংবাদিক সন্মেলনে জানান রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী। তিনি আরো জানান, ২২শে সেপ্টেম্বর রাজ্য যুব কংগ্রেসের আইন অমান্য আন্দোলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি অমরিন্দার সিং রাজা ব্রার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ তথা চিত্র অভিনেতা রাজ বব্বর, প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ।