নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ।। আগামী ২৫শে সেপ্টেম্বর ঈদুলজোহা (বকরি ঈদ) উপলক্ষে রাজ্যের মুসলমান সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল তথাগত রায় এবং মূখ্যমন্ত্রী মানিক সরকার। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল এই উৎসব, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন। এক শুভেচ্ছা বার্তায় মূখ্যমন্ত্রী সকলের প্রতি সৌভ্রাতৃত্ব ও আন্তরিকতার প্রকাশে করে বলেছেন ঈদুলজোহা সকলের জন্য আনন্দোজ্বল হয়ে উঠুক।